কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলালসহ ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৫ ০৯:০০ অপরাহ্ণ   |   ২২ বার পঠিত
কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলালসহ ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

আবুল কালাম আজাদ ভূঁইয়া (কুমিল্লা):-

 

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলাল (৪৮) ও তার দলের ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

 

 


গত শনিবার(২৮ সেপ্টেম্বর) লালমাই থানায় দুটি ডাকাতি ঘটনা সংগঠিত হয়। এর প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। এই নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে গোপন গোয়েন্দা সূত্র এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর সহযোগীতায় জানা যায়, কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বাঙ্গরাবাজার থানা এলাকায় পুলিশি টহল জোড়দার থাকায় ডাকাতদল ডাকাতি করতে পারে নাই। তখন ডাকাত দলটি সিদ্ধান্ত নেয় তারা দেবিদ্বার এলাকায় ডাকাতি করবে। গোয়েন্দা তথ্যের সহায়তায় জানা যায় একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭) যোগে ১৩ জন ডাকাত সদস্য কোম্পানীগঞ্জ হয়ে কুমিল্লার দেবিদ্বার এর দিকে ডাকাতি করার উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত রাত ০৪.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর জেলা গোয়েন্দা শাখা ও দেবিদ্বার থানা পুলিশের সমন্বয়ে একটি চেক পোষ্ট স্থাপন করা হয়। হাইচ গাড়িতে থাকা ডাকাতদল চেকপোস্টের কাছে আসলে পুলিশের উপস্থিতি দেখে গাড়ির দরজা খুলে ও গ্লাস ভেঙ্গে বাহির হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১৩ জন ডাকাত গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ডাকাতদের জিজ্ঞাবাদে তারা স্বীকার করে সাম্প্রতিক সময়ে গঠা লালমাই এলাকায় সংগঠিত ৩ টি ডাকাতি, বরুড়া এলাকায় ১ টি ডাকাতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকায় ১ টি ডাকাতি গ্রেফতারকৃত ডাকাতদলটি সংগঠন করে।


ডাকাতি কার্যক্রমে ব্যবহৃত জব্দকৃত মালামাল ১টি কালো রংয়ের হাইচ গাড়ি, যার রেজিঃ ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭, ২ টি কাটার প্লাস ২ টি কুড়াল ২ টি স্টিলের রেদ ২টি চেনি ১ টি ডেগার কাটযুক্ত ২ টি রামদা ১ টি ধামা ১ টি রামদা ১ টি স্টিলের চাপাতি ১টি বাটযুক্ত চেইন ১ টি নীল রংয়ের ব্যাগ, ২ টি প্লাস্টিকের বস্তা এবং ১১ টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন।