ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য বৈঠক

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল।
 

রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে এনসিপির সদস্য সচিব নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
 

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।