প্রকাশকালঃ
২৬ জুলাই ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ ২১৬ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দশম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়’ উক্তিটি কার?
ক) ফিদেল কাস্ত্রো
খ) রাউল কাস্ত্রো
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) সাদ্দাম হোসেন
২. স্মার্ট বাংলাদেশ হবে কত সালে?
ক) ২০৪১ সালে
খ) ২০৩১ সালে
গ) ২০৪০ সালে
ঘ) ২০২৬ সালে
৪. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?
ক) ৫ম সংশোধন
খ) ৪র্থ সংশোধন
গ) ৩য় সংশোধন
ঘ) ২য় সংশোধন
৫. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কত সালে হয়?
ক) ১৭৬০ সাল
খ) ১৭৭০ সাল
গ) ১৭৭৫ সাল
ঘ) ১৭৫৬ সাল
৬. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
ক) ২২-৩০º থেকে ২০-৩৪º দক্ষিণ অক্ষাংশে
খ) ৮০-৩১º থেকে ৪০-৯০º দ্রাঘিমাংশে
গ) ৩৪-২৫º থেকে ৩৮º উত্তর অক্ষাংশে
ঘ) ৮৮°-০১º থেকে ৯২°-৪১º পূর্ব দ্রাঘিমাংশে
৭. বেসরকারি বিল কাকে বলে?
ক) স্পিকার যে বিলকে বলে ঘোষণা দেন
খ) সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ) বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
ঘ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল
৮. ‘একটি বাড়ি একটি খামার’—কার চিন্তা প্রসূত প্রকল্প?
ক) ড. মুহাম্মদ ইউনুস
খ) ড. আখতার হামিদ
গ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঘ) স্যার ফজলে হাসান আবেদ
৯. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
ক) তাজউদ্দীন আহমদ
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী