লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন, আর অন্তত ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত সোমবার, তবে মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ পাকিস্তানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নৌকাটিতে মোট ৬৩ জন পাকিস্তানি যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৩৭ জন জীবিত উদ্ধার হয়েছেন। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তাদের পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন, এবং আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।