তাহসান ও নাদিয়ার উপস্থিতিতে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১২ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
তাহসান ও নাদিয়ার উপস্থিতিতে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন

অনলাইন ডেস্ক:-
 

জাপানি লাইফস্টাইল দ্বারা অনুপ্রাণিত দেশীয় পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’ ক্রেতাদের জন্য মানসম্মত ও আকর্ষণীয় পোশাক সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাত্র এক বছরে ১২টি শোরুম চালু করে দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী এই ব্র্যান্ড এবার রাজধানীর বসুন্ধরা সিটিতে তাদের ১৩তম শোরুম উদ্বোধন করলো। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
 

তাহসান খান বলেন, ‘মাইক্লো বাংলাদেশের বাজারে এত মানসম্মত পোশাক নিয়ে এসেছে, যা সত্যিই প্রশংসনীয়। তাদের স্টাইল ও মানের প্রতি প্রতিশ্রুতি দেখেই বোঝা যায়, তারা দীর্ঘদিন ধরে ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করবে।’
 

অভিনেত্রী নাদিয়া বলেন, ‘মাইক্লোর পোশাকের গুণগত মান খুব ভালো, যা অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছে। তাদের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
 

মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য হল মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পোশাক সরবরাহ করা। বসুন্ধরা সিটিতে নতুন শোরুম চালু করাটা আমাদের এই যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ তিনি আরও জানান, ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার কথা মাথায় রেখেই নতুন শোরুম চালু করা হয়েছে।
 

মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন, ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ বলেন, ‘বসুন্ধরা সিটিতে বৃহৎ পরিসরে এই শোরুম আমাদের জন্য গর্বের বিষয়। জাপানি গুণগতমান ও উদ্ভাবনী কাপড়ের উপাদান অনুসরণ করে মাইক্লো প্রতিটি ধাপে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করছে। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন সংযোজন নিয়ে আসবো।’
 

এএইচএম আরিফুল কবির, পরিচালক (মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন), জানান, ‘বসুন্ধরা সিটিতে এটি আমাদের তৃতীয় শোরুম, যা আমাদের বিস্তৃত পরিসরে ব্র্যান্ড প্রসারের অংশ। আমরা সমগ্র বাংলাদেশে মাইক্লো প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।’
 

মাইক্লোর গ্লোবাল বিজনেস ডিরেক্টর তাদাহিরো ইয়ামাগুচি বলেন, ‘মাইক্লো শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়; এটি সৃজনশীলতা, টেকসইতা এবং উদ্ভাবনের প্রতীক। আমরা আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন শিল্পকে নতুনভাবে উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
 

শোরুম উদ্বোধন উপলক্ষে বসুন্ধরা সিটির লেভেল ৫-এ ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ মূল্যছাড়ের অফার চালু রয়েছে। এছাড়া, আগামী ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ এবং ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে নতুন শোরুম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।