খাগড়াছড়ি সংবাদদাতা:-
পার্বত্য জেলা খাগড়াছড়িতে অস্থিতিশীলতা প্রতিরোধে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (বুধবার) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তিনি জানান, মঙ্গলবার রাতভর জেলার আওতাধীন ৯টি উপজেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের দল। অভিযানে বিভিন্ন মামলার আসামি, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে সন্দেহভাজন মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।