কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু! 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১০ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু! 

ষ্টাফ রিপোর্টার-কক্সবাজার:-


কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ। 

নিহত মোহাম্মদ আলী (৪০) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প ৪ এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, স্থানীয় রোহিঙ্গাদের মারফত জানতে পারি বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে ৪ এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথায় মারামারির ঘটনায় এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।