একে লোডশেডিং তায় গরম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। এই গরমে স্বস্তি পাওয়ার উপায় কম। কিন্তু শরীরে বাড়তি চাপ এড়াতে আর একটু ভালো থাকতে যা করবেন:
*প্রচণ্ড গরমে একেবারে ঠাণ্ডা পানি সরাসরি না খেয়ে মিশিয়ে খান। কারণ অতিরিক্ত ঠাণ্ডা পানি শরীরে খারাপ প্রভাব ফেলে। *গরমে চা-কফি বা কোল্ড-ড্রিংক একেবারে এড়িয়ে চলুন। বরং যেসব পানীয় আপনার পানিশূণ্যতা দূর করবে সেগুলো পান করুন। *মুখরোচক হলেও ভাজাভুজি খাওয়া বাদ দিন। বিশেষত সন্ধ্যার পর। *প্রচণ্ড গরমে অনেকে ক্রাশ ডায়েট করেন। এমনটা করলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিবেশের অবস্থা বিবেচনায় একটু সংযত হোন। *গরম ফল ধুয়ে খাওয়ার চেষ্টা করুন। কাটা ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। *নিয়ম করে লেবুর শরবত, ঘোল কিংবা ডাবের পানি পান করুন। এসব পান করলে আপনার উপকারে আসবে। *যারা ওরস্যালাইন পান করেন তারা অবশ্যই আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। ওরস্যালাইনের ইলেক্ট্রোলাইট শরীরে কার্যকর হওয়ার জন্য ছোট এই বিষয়টি মাথায় রাখা জরুরি। *সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যবর্তী সময়ে কাজ না থাকলে বেরনা হওয়াই ভালো। বের হলেও সানস্ক্রিন, সানগ্লাস আর ছাতা নিয়ে বের হবেন।