পাকিস্তানের সীমান্তে ফের উত্তেজনা। ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী—এমনটাই দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৭ থেকে ৮ মে পর্যন্ত সময়ের মধ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে পাকিস্তানে একাধিক ড্রোন পাঠানো হয়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এসব ড্রোন ভূপাতিত করে এবং বিভিন্ন স্থান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করছে।
আইএসপিআর-এর মুখপাত্র জানান, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় ও করাচির দিকে পাঠানো হয়েছিল।
লাহোরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।
এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, “আমরা আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞ নই, বরং আক্রমণকারীদের প্রতিহত করার যথাযথ সামর্থ্যও রাখি।”