রূপগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে রক্তমাখা ছুরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ০২:৫৭ অপরাহ্ণ   |   ৫৮০ বার পঠিত
রূপগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে রক্তমাখা ছুরি

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

সোমবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে।
 

ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে, যা নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
 

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।