শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হন।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঠাকুরভোগ গ্রামের আওয়ামী লীগ নেতা এমএ মান্নান সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া, এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপি নেতা আশিক মিয়া—এই চারজনের নেতৃত্বে গ্রামটি দুইভাগে বিভক্ত। দীর্ঘদিন ধরে তারা নিজেদের আধিপত্য বজায় রাখতে সংগ্রাম করছেন। শুক্রবার, নুর মিয়া ও আশিক মিয়ার গ্রুপ গ্রামে শিরনি বিতরণের আয়োজন করে। তবে আব্দাল মিয়া ও সুফি মিয়ার সমর্থকরা সেখানে উপস্থিত হননি। তারা শনিবার মাইকে ঘোষণা দিয়ে একই স্থানে শিরনি বিতরণের আয়োজন করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, যার ফলে ৪০ জন আহত হন।
 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী শনিবার দুপুরে সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনকে আটক করা হয়েছে এবং এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।