জঙ্গলসলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে, আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ   |   ৪৭ বার পঠিত
জঙ্গলসলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে, আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিছসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি কালাবাচ্চু প্রকাশ কালু-কে গ্রেপ্তার করে।

এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।