অগ্নিকাণ্ড প্রতিরোধে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ণ ০ বার পঠিত
অগ্নিকাণ্ড প্রতিরোধে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ
 

দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারাদেশে অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনা মোকাবিলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দপ্তর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পাঁচটি নির্দেশনা জারি করেছে।
 

সম্প্রতি, এ নির্দেশনাগুলো উল্লেখ করে দপ্তর-সংস্থাগুলোর কাছে একটি চিঠি প্রেরণ করা হয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে, অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, যা নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালীকরণ অপরিহার্য করে তুলেছে।
 

এ পরিস্থিতিতে মন্ত্রণালয় পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্দেশনাগুলো নিম্নরূপ:
 

১. দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের টহল আরও জোরদার করতে হবে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের অবহিত করতে হবে।
 

২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে অবশ্যই দপ্তরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে যথাসময়ে অফিস ত্যাগ করবেন।
 

৩. নৈশপ্রহরীরা ভবনের ভেতর এবং আশপাশে সার্বক্ষণিক টহল দেবেন।
 

৪. প্রতিটি অফিসের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যকর ব্যবস্থা নেবেন।
 

৫. কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তা তার ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।