রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর দাবি উঠেছে। ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল, অন্তত ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা এ দাবিতে একমত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, পোষ্য কোটাকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হওয়া পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
তবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা এ প্রস্তাবে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘পূজার আগে নির্বাচন হলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি হবে, পরে হলে উপস্থিতি আরও কমে যাবে। তাই আমরা চাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হোক।’
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘আমরা প্রচারে গিয়ে শিক্ষার্থীদের পাচ্ছি না। বেশিরভাগই পূজার ছুটিতে বাড়িতে চলে গেছেন। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন ছুটি শেষে হওয়া উচিত।’
একই দাবি তুলেছে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন সমর্থিত “রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ”, তাসিন খানের নেতৃত্বাধীন “সর্বজনীন শিক্ষার্থী সংসদ”, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত “সচেতন শিক্ষার্থী পরিষদ”সহ কয়েকটি হল সংসদের প্রার্থী ও অন্তত অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী।
তাদের বক্তব্য, ‘ক্যাম্পাসে প্রচারে গিয়ে শিক্ষার্থীদের পাওয়া যাচ্ছে না। পোষ্য কোটাকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতিও অনিশ্চয়তা তৈরি করেছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন আয়োজন করা উচিত।’