দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একের পর এক দোকান ঘুরেও সিলিন্ডার না পাওয়ায় অনেকেই ঘরে ফিরে যেতে বাধ্য হন।
 

গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, এলপিজি পরিবেশক ও রিটেইলাররা জানিয়েছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
 

প্রাথমিকভাবে, ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত অভিযানের বন্ধ এবং ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বৃদ্ধিসহ কিছু দাবি নিয়ে ব্যবসায়ীরা বিক্রয় স্থগিত করেছিলেন। তবে পরে এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে আলোচনার পর এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।