খাগড়াছড়িতে উত্তেজনা: শিক্ষক নিহতের জেরে ১৪৪ ধারা জারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০৫:২৭ অপরাহ্ণ   |   ৫৮৭ বার পঠিত
খাগড়াছড়িতে উত্তেজনা: শিক্ষক নিহতের জেরে ১৪৪ ধারা জারি

ঢাকা প্রেস
খাগড়াছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ি: গণপিটুনিতে এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদরে ১৪৪ ধারা জারি করেছে।
 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের একজন শিক্ষক। তার মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।