মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে গাছের ডালপালা কাটার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ১৬ বছর বয়সী মো. রানা প্রাণ হারিয়েছে।
এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নগরীর কেওয়াটখালি রেললাইন এলাকার সরকারি জমিতে।
নিহত রানা ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শেষ মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রানা অন্যের গাছ কেটে জীবিকা নির্বাহ করত।
বাকৃবি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোমেন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সকালে কেওয়াটখালি রেললাইনের পাশে একটি কদম গাছের ডাল কাটতে গাছে উঠেছিল রানা। একপর্যায়ে ডালের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে সে ছটফট করতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছে উঠে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে গাছের নিচে নামায়।"
মৃত্যুর পর রানার মরদেহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।