হত্যাচেষ্টা মামলায় কারাগারে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় কারাগারে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
 

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
 

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে পুলিশে সোপর্দ করে এবং শাহবাগ থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।