ফজরের নামাজে যাওয়ার পথে বাবার চোখে ধরা পড়ল ছেলের রক্তাক্ত লাশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ আগu ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
ফজরের নামাজে যাওয়ার পথে বাবার চোখে ধরা পড়ল ছেলের রক্তাক্ত লাশ

ভোলা পৌর শহরে নিজ বাড়ির সামনে থেকে মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামে ছাত্রলীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পৌরসভার কালিবাড়ী রোডে নববী মসজিদসংলগ্ন নিজ বাড়ির সামনে এ লাশ পড়ে থাকতে দেখা যায়।
 

নিহত আরিফ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করার পর তিনি ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন।
 

বাবা বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে খাবার শেষে ছেলেকে মাকে ওষুধ খাইয়ে ঘুমাতে যেতে দেখেন। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় গেট খুলে রাস্তায় ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবারের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আরিফকে হত্যা করেছে।
 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পরিবার। নিহতের স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
 

ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আরিফ। সম্প্রতি তিনি এলাকায় চলাফেরা শুরু করেছিলেন। নিহতের প্রতিবেশী অন্তুসহ দুইজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।