ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। দলটি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চায়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সালথা সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনারা আমাকে ভোট দিলে আমি সংসদে গিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করতে পারব এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপির কাছে সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। তিনি তার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সততা ও নীতির কথা উল্লেখ করে বলেন, তিনি কখনো অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেননি, আর তার সন্তান হিসেবে তিনিও কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না।
সভায় সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে এবং সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল জব্বার নালু মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।