সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-

 

সাতক্ষীরা সীমান্তের সোনাই নদীর তীরে কাঁটাতারের বেড়া নির্মাণের বিএসএফের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বিজিবির কঠোর বাধার কারণে।
 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভারতের বসিরহাট মহকুমার সরূপনগর থানার বিথারি এলাকায়, কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে, বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। তবে বিজিবির বাধার মুখে তাদের এই প্রচেষ্টা থমকে যায়। এ ঘটনায় বিকেলে কাকডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি অস্বীকার করে।
 

সীমান্তের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের বিপরীতে, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বিথারি এলাকায়, জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে সোনাই নদীর তীরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছিল। বিষয়টি বিজিবি কাকডাঙ্গা বিওপির একটি টহল দলের নজরে আসলে তারা সাথে সাথে আপত্তি জানায় এবং কাজ বন্ধের আহ্বান জানায়। একপর্যায়ে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ কাজ বন্ধ করে ফিরে যায়।
 

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের জানান, বিএসএফ গোপনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। কিন্তু বিজিবির নজরে আসার পর সঙ্গে সঙ্গেই বাধা দেওয়া হয়, ফলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে চলে যায়।
 

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পিআরও আবু জাফর পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সীমান্ত সম্পর্কিত যে কোনো বিষয় উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং ইতোমধ্যে বিষয়টি বিজিবি লেভেলে সমন্বয় করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এটি নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।"