পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সব দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার বিকেলে তার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন এ বৈঠকে অংশগ্রহণের জন্য।
‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমার দেশ-কে জানান, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের বিষয়টি আমাদের জানানো হয়েছে। যদিও নির্দিষ্ট সময় এখনো বলা হয়নি, তবে ধারণা করছি এটি বিকেলেই অনুষ্ঠিত হবে।”
এছাড়া আজ শনিবার সন্ধ্যায় পৃথকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। যমুনা বাসভবনে সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।