বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ণ ০ বার পঠিত
বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা বিলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
 

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমি ঘটনাস্থলে যাচ্ছি। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ঘটনাস্থল পরিদর্শনের পরই বলা সম্ভব হবে।"