ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জামাল উদ্দিন খানের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া মহল্লায় চোরের মরদেহটি বিদ্যুতের খুটির তারের সাথে ঝুলে থাকে। ঝুলতে থাকা দেখে স্থানীয়রা প্রথমে বড়াইগ্রাম ফায়ার সার্ভিসকে ফোন দিলে বড়াইগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আকরামুল হক ও তার টিমের সদস্যরা ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে কারেন্টের খাম্বা হতে চোরের মরা দেহটি নামায়। এ বিষয়ে শ্রীরামপুর ওয়ার্ড সদস্য মোঃ জিল্লুর রহমান তোতা জানান সকালের দিকে চোরকে কারেন্টের খাম্বায় ঝুলতে দেখে আমার কাছে প্রথমে খবর আছে এবং ঘটনাস্থলে আমি যাই ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন মরা দেহটি নামিয়ে নিয়ে আসে। প্রথমে চোরের পরিচয় পাওয়া যাচ্ছিল না পরে চোরের পকেটে থাকা একটি মোবাইলের সূত্র ধরে জানা যায় যে চোরের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নয়নগাথি গ্রামে তাহার নাম রাজিব হোসেন (২৮) পিতার নাম মো: রাজ আলী ওরফে রাজা বলে জানা যায়।
মরদেহটি বর্তমানে শ্রীরামপুর ওয়ার্ড সদস্যর হেফাজতে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের উদ্ধারকারী টিম রেখে গেছেন। এ বিষয়ে ওয়ার্ড সদস্য জানান বড়াইগ্রাম থানা পুলিশ আসলে তাদের কাছে চোরের মরা দেহটি বুঝিয়ে দেওয়া হবে।