চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানকৃত বিদেশি অস্ত্র প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে কৌশলগতভাবে অভিযান চালানো হয়।
সকাল আনুমানিক ১১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে ভারতের সীমান্তের দিকে চলে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিজিবি জানায়, এর আগে গত ১৫ ডিসেম্বরও ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছিল। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।