অবৈধভাবে কুড়িগ্রাম সীমান্তে প্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
অবৈধভাবে কুড়িগ্রাম সীমান্তে প্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তের কাঁটাতারের বেড়া পাড়ি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের ভেতরে খালিশাকোঠাল সীমান্তে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।
 

আটক যুবক নয়ন মিয়া (২৫) ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।
 

বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন আটক বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।

 
আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া জানান, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ করার পর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাকে আটক করে।

 
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় সোপর্দ করেছে।  এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে।