আইনি জটিলতায় ‘পুষ্পা’ অভিনেতা ফাহাদ ফাসিল  

প্রকাশকালঃ ৩০ জুন ২০২৪ ০৩:১৯ অপরাহ্ণ ৪১৪ বার পঠিত
আইনি জটিলতায় ‘পুষ্পা’ অভিনেতা ফাহাদ ফাসিল  

দক্ষিণী সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ফাহাদ ফাসিল। বিভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে সুনিপুণভাবে তুলে ধরার জন্য সুখ্যাতি রয়েছে এ তারকার। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন তিনি।তবে এবার আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় এ অভিনেতা। তার বিরুদ্ধে  অভিযোগ— কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে মালয়ালাম সিনেমার শুটিং করার কারণে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। পরে তারা কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

 

এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গমালি তালুক হাসপাতালে দুদিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

 

মানবাধিকার কমিশন মনে করছে, এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।