সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখায় ছাত্রদলের  কমিটিতে সাঃ সম্পাদক ছাত্রলীগের স্হান পাওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৭:৪৯ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখায় ছাত্রদলের  কমিটিতে সাঃ সম্পাদক ছাত্রলীগের স্হান পাওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ-



চট্টগ্রাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের কর্মী একরামুল হক সিফাত কে ছাত্রদলের সাধারণ সম্পাদক ঘোষনা দেয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে সীতাকুণ্ডে। 

ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতা কর্মীরা বৃহশপতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল কলেজ বের করে বাজার প্রদক্ষিন করে পূনরায় কলেজে গিয়ে এক  প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় ত্যাগী ছাত্র দলের বলেন,আন্দোলন,দলের মিছিল,মিটিংএ অংশ গ্রগ্রন করে অনেকেই হামলা মামলার শিকার হয়েছে। সদ্য কমিটিতে হুটকরে সাধারণ সম্পাদকের মত একটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের এক কর্মীর আগমনে ত্যাগী ছাত্রদলের কর্মীরা হতাশ। সদ্য কমিটির সাধারণ সম্পাদক সিফাত অবৈধ এমপি এসএম আল মামুনের পরিবারের সাথে রয়েছে তার দহরম মহরম।

মামুনের পরিবারের সাথে তার অসংখ্য ছবি দেখা মিলে।তাছাড়া সে ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন। তাকে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিনা,মানবোনা।অবিলম্বে তাকে বাদ দিয়ে ত্যাগী নেতা কাউকে সাধারণ সম্পাদকের  দায়িত্ব দিতে হবে।

 ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের দেওয়ার প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃবৃন্দরা।মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদল নেতা নীরব মাহমুদ, মো:রাতুল, মো: ফারদিন, আরাফাত, নাঈম, নাফিজ, ইমতিয়াজ, সাহেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।