কবিতা: যুবক তুমি ফিরে এসো 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ   |   ১৪৯ বার পঠিত
কবিতা: যুবক তুমি ফিরে এসো 

কবিতা: যুবক তুমি ফিরে এসো 



কবি: আনোয়ারুল কবির বাবলু। 

যুবক, তুমি কেন করছ মিছিল ধর্ষকের ফাঁসি চাই 
হে যুবক, মানুষ তুমি ধর্ষক হলে, হুশ কি তোমার নাই?
ধর্ষক তুমি নিজেকে মানুষ ভাব, আসলে কি তাই 
মনোষত্ব হীন পশু তুমি, হিংস্র প্রাণীর মাসতুতো ভাই।

 

অন্ধকার রাস্তায় যখন হেঁটে চলে তোমারই মা 
অন্য ধর্ষক যদি তারে টেনে হিঁচড়ে নিয়ে যায় কোন এক নির্জনে  
তখন কি তুমি মাতাল হয়ে হাসবে মনে মনে?

 

এমন যদি হয রাস্তার ঝুপড়িতে হাত পা বাঁধা পড়ে আছে কোন এক নারী 
নেশার ঘোরে উলঙ্গ করে দেখলে সে তোমার বোন 
কসষ্টেপ মুখে চিৎকার করে বলে, কে আছ মানুষ আমাকে বাঁচাও 
তখন কি তুমি লজ্জা পাবেনা?  
নাকি ধর্ষকই থেকে যাবে। 

 

পুরুষ কখনও কাপুরষ হয়না, পুরুষ হয় মহাপুরুষ 
ধর্ষক কখনও প্রেমিক হয়না, হয় কাপুরুষ। 
পুরুষ হয় বাবা ভাই, নারীর শেষ আশ্রয় স্থল 
যার বুকে মাথা রেখে নিঃশ্চিন্তে কাটিয়ে দেয় সারাটা জীবন।

 

যুবক তুমি ফিরে এসো, 
অন্ধকার থেকে আলোর পথে 
নিষিদ্ধ পল্লীর নর্দমার দুর্গন্ধ থেকে 
প্রেমহীন দেহের যৌন লালসা থেকে।
ফিরে এসো মায়ের আঁচলে, বোনের স্নেহের বাঁধনে 
নব বধুর ফুল শয্যায়, শান্তির নীড়ে।