ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়নত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভূরুঙ্গামারী উপজেলায় ৩টি ইটভাটার কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়ে।
এ সময় উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সঞ্চয় করে ইটের কাচামাল হিসেবে ব্যবহারের অপরাধে উপজেলার আইকুমারীভাতিতে অবস্থিত মেসার্স টি এম এচ ব্রিকস নামক ইটভাটার কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটার কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা ও গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটার কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় ও কৃষি জমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়ে।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা সহায়ক কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো। তাহমিদুল ইসলাম ও প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়ক পরিবেশ নির্দেশকরণ রেজাউল করিম।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়ক রেজাউল করিম জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।