জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
০৬ জুন ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ণ
|
২৫০ বার পঠিত
একমাস ৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। বিএনপি কার্যালয়ে দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।
এপ্রিল মাসের ২৯ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয়। তিন মামলায় টুকুকে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।