গোপালগঞ্জে কারফিউ, ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৮:২৫ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
গোপালগঞ্জে কারফিউ, ঘরে থাকার আহ্বান আসিফ মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা চরমে পৌঁছানোর পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন,
“জীবন-মৃত্যুর মতো জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান।”

 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আসিফ মাহমুদ আরও জানান, পুলিশের কন্ট্রোল রুম থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।