খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে খাগড়াছড়ি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা শেষে ওয়াদুদ ভূইয়া বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে তিনি খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন। জেলাকে অসাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। গত ১৭ বছরে যেসব সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মসজিদের অবকাঠামো সংস্কার হয়নি, সেগুলো সংস্কারের অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে খাগড়াছড়িকে পর্যটন নগরীতে রূপান্তর করে জেলার মানুষের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন।

এদিকে বিকেলে বিএনপির ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, এ আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থী। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মানজিলা ঝুমা মনোনয়নপত্র দাখিল করেননি।