চীনে সড়ক ধসে ৪৮ জন নিহত

প্রকাশকালঃ ০২ মে ২০২৪ ০৩:০২ অপরাহ্ণ ১৬৩ বার পঠিত
চীনে সড়ক ধসে ৪৮ জন নিহত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের মেইঝো শহরের ডাবু কাউন্টিতে বুধবার রাতে একটি এক্সপ্রেসওয়ের অংশ ধসে পড়ে।

ধসে পড়া অংশটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ মিটার,এতে ২৩টি যানবাহন উল্টে মাটির নিচে চাপা পড়ে,এই ঘটনায় ৪৮ জন নিহত ও ৩০ জন আহত হয়,আহতদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।

উদ্ধার অভিযান:

  • ধসের পর মহাসড়কের একটি অংশে দুই দিক থেকেই যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।
  • ধসে পড়া কাদামাটির নিচ থেকে যানবাহন উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা কর্মীদের পাশাপাশি দমকল বাহিনীর সদস্যরা।
  • অবিরাম বৃষ্টির মধ্যেই যানবাহনগুলোকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
  • উদ্ধার অভিযানে সহায়তার জন্য ৫০০ জন ঘটনাস্থলে নিয়োজিত আছেন।

 ক্ষয়ক্ষতি:

  • এপ্রিলের শেষ দিক থেকেই ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মেইঝো শহরের বিভিন্ন এলাকা।
  • সড়ক ধসের পাশাপাশি ভূমিধস, বাড়িঘর প্লাবিত এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।