চীনে সড়ক ধসে ৪৮ জন নিহত
প্রকাশকালঃ
০২ মে ২০২৪ ০৩:০২ অপরাহ্ণ
১৯১ বার পঠিত
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের মেইঝো শহরের ডাবু কাউন্টিতে বুধবার রাতে একটি এক্সপ্রেসওয়ের অংশ ধসে পড়ে।
ধসে পড়া অংশটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ মিটার,এতে ২৩টি যানবাহন উল্টে মাটির নিচে চাপা পড়ে,এই ঘটনায় ৪৮ জন নিহত ও ৩০ জন আহত হয়,আহতদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।
উদ্ধার অভিযান:
- ধসের পর মহাসড়কের একটি অংশে দুই দিক থেকেই যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।
- ধসে পড়া কাদামাটির নিচ থেকে যানবাহন উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা কর্মীদের পাশাপাশি দমকল বাহিনীর সদস্যরা।
- অবিরাম বৃষ্টির মধ্যেই যানবাহনগুলোকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
- উদ্ধার অভিযানে সহায়তার জন্য ৫০০ জন ঘটনাস্থলে নিয়োজিত আছেন।
ক্ষয়ক্ষতি:
- এপ্রিলের শেষ দিক থেকেই ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মেইঝো শহরের বিভিন্ন এলাকা।
- সড়ক ধসের পাশাপাশি ভূমিধস, বাড়িঘর প্লাবিত এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।