কুষ্টিয়ায় এবছর নিষিদ্ধ হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন

প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ০৩:২৯ অপরাহ্ণ ০ বার পঠিত
কুষ্টিয়ায় এবছর নিষিদ্ধ হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন

ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-


 

আর মাত্র দুইদিন পর শুরু হতে যাচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৫। প্রতি বছর সারা বিশ্ব বর্ণাড্ড ও বর্ণীল আয়োজনের মদ্ধ্য দিয়ে দিবস টি পালন করে আসছে বিশের বিভিন্ন ধর্ম,জাতি ও গোত্রের মানুষ,বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়।
 

কিন্তু এবারে আসন্ন ইংরেজি নববর্ষ  ২০২৫ উপলক্ষ্যে কুষ্টিয়ায় নিষিদ্ধ করা হলো থার্টি ফাস্ট নাইট উদযাপন।কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গৃহিত হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেই কুষ্টিয়া জেলা প্রশাসন। 
 

কুষ্টিয়াতে এই দিনটি উদযাপনে নিষেধাজ্ঞা জারি করে শহরজুড়ে গতকাল  মাইকিং করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে তথ্য অফিসের মাধ্যমে সড়ক প্রচারে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের আওতায় কুষ্টিয়া জেলা আইনশৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখার লক্ষ্যে এবছর এই সিদ্ধান্ত নেয়া হয়।
 

সড়ক প্রচারে আরো জানানো হয়  সাম্রতিক উদ্ভুত পরিস্থিতি ও আইনশৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে এবছর থার্টি ফাস্ট উপলক্ষ্যে কুষ্টিয়া জেলায়  ফাকা মাঠে,রাস্তার পাশে ও বাসা বাড়িতে উচ্চ শব্দে মাইক,সাউন্ড সিস্টেম ব্যবহার, পটকা ও আতশবাজি এবং আগুনদারা পরিচালিত ফানুস  ব্যবহার নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানানো হয়।