বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল

প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ ০ বার পঠিত
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
 

নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার একটি ঘটনা ঘটে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাধনগর স্টেশনে এই ঘটনা ঘটে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি পেছনে নিয়ে এসে ফেলে যাওয়া বগিগুলো সংযুক্ত করেন, এবং এক ঘণ্টা পর ট্রেনটি আবার স্টেশন ছেড়ে যায়।
 

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
 

এরপর ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছু সময় পর চালক বুঝতে পারেন যে তিনি দুটি বগি ফেলে এসেছেন। তখন তিনি ট্রেনটি পুনরায় পেছনে নিয়ে এসে বগিগুলো সংযুক্ত করে এক ঘণ্টা পর আবার যাত্রা শুরু করেন।
 

স্টেশন মাস্টার উজ্জ্বল আরও জানান, এই ঘটনায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।