মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০১:১৭ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-


 

ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এই ঘটনায় মো. দুলাল মাঝি (৪০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলার ইলিশা নৌ থানার ওসি মো. শাহীন উদ্দিন।
 

নিখোঁজ দুলাল মাঝি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
 

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, বিকেলে দুলাল মাঝি ভোলার খাল মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য নৌকা নিয়ে যান। সন্ধ্যার কিছু পরে তিনি নৌকাটি নিয়ে তীরে ফিরছিলেন। তখন অন্ধকারে একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়, ফলে দুলাল মাঝি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
 

ওসি মো. শাহীন উদ্দিন বলেন, "খবর পেয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ড নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি বাল্কহেডটি আটক করার চেষ্টাও চলছে।"