আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
বুধবার সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন- চর রাজিবপুর উপজেলা যুবলীগের সহকারী সম্পাদক কামরুল হাসান (৩৭), চিলমারী উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫), রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম (২১), বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (৪২), ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান সরকার, জয়মনিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান (৫৩), উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বিনোদ চন্দ্র রায় (৫৫), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মজিদ (৩৬), বামনডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সম্রাট (৩৪), ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুরাদ হোসেন (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুল চন্দ্র ভদ্র (৬০), নাওডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শ্রী লাল বাবু (৪০), শিমুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা (২৫), যুবলীগের সদস্য বুলবুল আহম্মেদ (৩৩) এবং কুড়িগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শ্রী বদল কুমার সরকার।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ এই অভিযান চলমান রয়েছে।