ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০৮:২১ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
ইসির ওয়েবসাইটে ‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ পেল এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
 

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এনসিপিকে দেশের ৫৮তম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে ইসির ওয়েবসাইটে প্রতীকটি প্রদর্শন করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর এনসিপির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
 

প্রকাশিত ছবিতে দেখা যায়—একটি অঙ্কুরিত শাপলার কলি, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজাভাবে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে।