মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া পুরস্কার প্রদান করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ এর দিকনির্দেশনা সঠিক তদারকিতে ২টি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা তামিলসহ উক্ত থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখা, পুলিশী সেবায় ওসি ফরিদ আহমেদ নিরলস ভাবে দায়িত্ব পালন করা এ সাফল্য অর্জন করেছেন।
আজ২ ফেব্রুয়ারী রবিবার জেলা পুলিশ লাইন্স হলরুম ২০২৪ ইং ডিসেম্বর মাসিক কল্যাণ সভায়এ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়া তাকে পুরস্কার প্রদান করা হয়। আজকের এই সভায় জেলা পুলিশ সুপার আক্তার উল আলম আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।