পলিথিন ব্যাগ নিষিদ্ধ: ১ নভেম্বর থেকে কঠোর অভিযান

প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৪ অপরাহ্ণ ৪৫৯ বার পঠিত
পলিথিন ব্যাগ নিষিদ্ধ: ১ নভেম্বর থেকে কঠোর অভিযান

ঢাকা প্রেস নিউজ


 

আগামী ১ নভেম্বর থেকে বাংলাদেশে সকল ধরনের পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। এ সংক্রান্ত তথ্য দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

তিনি জানিয়েছেন, পলিথিন উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। কোনো দোকান বা প্রতিষ্ঠানই ক্রেতাদের পলিথিন ব্যাগ দিতে পারবে না।
 

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। আগামী ১ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের জন্য সরকার উৎসাহিত করছে।
 

পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি, পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।