বন্ধ চিনিকলগুলো একে একে চালু হবে: শিল্প উপদেষ্টা

প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০৫:১৫ অপরাহ্ণ ৩৭৯ বার পঠিত
বন্ধ চিনিকলগুলো একে একে চালু হবে: শিল্প উপদেষ্টা

ঢাকা প্রেস,দিনাজপুর প্রতিনিধি:-

 

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ঘোষণা করেছেন, দেশে বন্ধ থাকা চিনিকলগুলো ধাপে ধাপে চালু করা হবে। ছাত্র ও জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল খুব শিগগিরই পুনরায় চালু হবে। এটি একটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান হিসেবে পুনরুদ্ধার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


আদিলুর রহমান খান জানান, কৃষকদের সহায়তায় ইতিমধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আরও ১০০ কোটি টাকা যোগ করা হয়েছে। পাশাপাশি, চিনিকল পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সে আখ চাষি ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, “চিনিকলের জমি ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধার করা হবে।”


শিল্প উপদেষ্টার সঙ্গে সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে ছিলেন সুগার করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তিনি চিনিকলের কর্মকর্তা, আখ চাষি এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
 

শিল্প উপদেষ্টার এ বক্তব্য সংশ্লিষ্ট সকলের মধ্যে আশা জাগিয়েছে যে, চিনিকলগুলো শিগগিরই কার্যকর অবস্থায় ফিরবে এবং কৃষক ও শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।