জাহিদ মালেক ও নাইমুল ইসলামসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
জাহিদ মালেক ও নাইমুল ইসলামসহ ৬ জনের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার ছেলে রাহাত মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম এবং সাবেক কানুগগো আবুল হোসেন—এই ছয় জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
 

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃথক ছয়টি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
 

দুদক সূত্রে জানা গেছে, আয়কর নথি জব্দ করা এই ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে।