এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার বাংলাদেশর

প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৮ অপরাহ্ণ ২১৬ বার পঠিত
এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার বাংলাদেশর

শিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে। শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান তুলেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৯তম ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪ রান। মিরাজ ২৮ ও নাঈম ২১ রান করে সাজঘরে ফিরেন। 

চারে নামা অধিনায়ক সাকিব আল হাসান ৭ বলে ৩ রান করেন। লিটন দাস আউট হন ২৪ বলে ১৫ রান করে। এরপর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় গড়েন ৭২ রানের জুটি। ৪৮ বলে ২৯ রান করা মুশফিকের বিদায়ে ভাঙে এই জুটি।


শামিম হোসেন পাটোয়ারির ব্যাটও হাসেনি, ৫ রান করেই সাজঘরে ফিরেন তিনি। তবে অন্য প্রান্তে একাই লড়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলে তিনি মহেশ থিকশানার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। 

এরপর হাসান মাহমুদের ১০ ও নাসুম আহমেদের ১৫ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে সাকিব আল হাসানের দল। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন সামারা বিক্রমা।

তার ৭২ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৮টি ছক্কা। কুশল মেন্ডিশ হাঁকান অর্ধশত (৫০)। এছাড়া পাথুম নিশাঙ্কা ৪০ ও অধিনায়ক দাসুন শানাকা ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। শরিফুলের নেন ২টি উইকেট।