করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব সিপিডি’র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০১:৩৯ অপরাহ্ণ   |   ১১৪ বার পঠিত
করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব সিপিডি’র

ঢাকা প্রেস নিউজ

 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।
 

বর্তমানে করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। সিপিডি ২০২৫-২৬ অর্থবছরের জন্য এ সীমা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করেছে।
 

রোববার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।