অনলাইন ডেস্ক:-
বাংলাদেশ কারা অধিদপ্তরের রাজস্ব খাতে শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল, রোববার। ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির ৫০৫টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১৬ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।
যেকোনো তথ্য ও কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যেতে পারে অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করা যাবে।
অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।