বেসামরিক হতাহতে লিবিয়ায় জড়িত ছিল ডেনমার্ক

প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ ১৮৪ বার পঠিত
বেসামরিক হতাহতে লিবিয়ায় জড়িত ছিল ডেনমার্ক

ডেনমার্ক প্রথমবারের মতো স্বীকার করেছে, ২০১১ সালে লিবিয়ায় ন্যাটো হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার সঙ্গে জড়িত ছিল তারা। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার সূত্র মতে, ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে থাকা কিছু গোপন নথিতে বলা হয়েছে, ড্যানিশ বিমানবাহিনী লিবিয়ায় বেশ কয়েকটি হামলায় অংশ নিয়েছিল।

নথিতে রয়েছে, ওই হামলায় অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছিল, যার দায় এড়ানো ডেনমার্কের পক্ষে সম্ভব নয়। তবে নথিতে এ-ও অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করা হয়েছে যে ড্যানিশ বাহিনীর অংশ নেওয়া হামলাগুলোতে যে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছিল, হামলার পরে কোথাও তার কোনো প্রমাণ ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র গার্ডিয়ান পত্রিকার কাছে দাবি করেছে, ডেনমার্কের স্থলবাহিনীও বিভিন্ন হামলায় অংশ নিয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেসব হামলার ঘটনায়ও অনেক বেসামরিক লোক হতাহত হয়েছিল।