খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে অচেতন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৪ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে অচেতন

লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের কমলনগরে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের নারী ও শিশুসহ ১২ জনকে অচেতন করে ফেলেছে। মঙ্গলবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অচেতনদের মধ্যে ৯ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

ভুক্তভোগীদের পরিচয়

অচেতন হওয়া ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন– ১. মো. শাহজাহান মৃধা (৭০)
2. নুর ভানু (৬৫)
3. পান্না আক্তার (২৭)
4. আকলিমা বেগম (২০)
5. আরমান হোসেন (১০)
6. ইমরান হোসেন (৪)
7. নুসরাত (৪)
8. মরিয়ম (৪)
9. পলি আক্তার (১৬)
10. পিংকি বেগম (২৫)
11. মো. নিশান (২৮)

 

ঘটনার বিবরণ

ভুক্তভোগীদের প্রতিবেশী ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মো. কামরুল হাসান জানান, এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভুক্তভোগীরা। এ সময় তাদের বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে। বিয়ের অনুষ্ঠান শেষে ফিরে এসে সেই খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। রাতে পরিবারের অন্যান্য সদস্যরা ফিরে দরজা ভেঙে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যান। তবে পরিবারের এক সদস্য খুব কম পরিমাণ খাবার খাওয়ায় গুরুতর অসুস্থ হননি।
 

ভুক্তভোগীদের অভিজ্ঞতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পলি আক্তার জানান, প্রতিদিনের মতো রান্না শেষ করে পরিবারের সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যান। ফিরে এসে রান্না করা হাঁসের মাংস দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে দুই শিশু বমি করলেও কেউ বিষয়টি বুঝতে পারেননি। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান।
 

চিকিৎসা ও তদন্ত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, অচেতন অবস্থায় আনা ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ধারণা করছেন, তাদের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মেশানো হয়েছিল।
 

এদিকে, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।