নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দল আমাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সর্বস্তরের নেতাকর্মীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অবস্থান ছিল প্রথম সারিতে।
গত ১৬বছর স্বৈরাচার, ফ্যাসিস্ট আ:লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা গুম-খুন, হামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজপথে ছিল। সুষ্টু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে।
তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রয়াত মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, কমিটি গঠনের পর আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি। আমরা দেশ, মানুষ ও দলের জন্য দোয়া করেছি। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা দেশগঠনের কাজ করবো। তৃণমূলে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো।
বেলায়েত হোসেন বুলু'র সভাপতিত্বে ও ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, দিদার হোসেন, মোঃ হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য খাজা স্বপন সহ বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিটের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।