কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজের তিন দিন পর বিনয় বিশ্বাস (৫৫) নামে এক দর্জির দ্বিখণ্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাওয়া গেছে। আজ রোববার দুপুরে তার স্বজনরা মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত বিনয় বিশ্বাস কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলঙ্গী এলাকার বাসিন্দা এবং শহরের সোনাবন্ধু সড়কের "অনুপম টেইলার্স"-এর স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে তিনি তার দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় পরিবার সেদিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ রোববার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেলে স্বজনরা শনাক্ত করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতের জামাই সুমন বিশ্বাস জানান, তার শ্বশুর শুক্রবার দোকানে গিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে থানায় জিডি করেন। আজ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, নিখোঁজ বিনয়ের মরদেহ রাজবাড়ী মর্গে পাওয়া গেছে এবং স্বজনরা তা শনাক্ত করেছেন।